মোঃ ফজলুল কবীর আঙ্গুর (আটপাড়া নেত্রকোণা প্রতিনিধি):
“আটপাড়ায় স্কুলের সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আটপাড়া, বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির এর লিখিত প্রতিবাদলিপিটি হুবুহু তুলে ধরা হলো।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, বেশ কিছু গণমাধ্যমে ২৯-০৬-২৫ তারিখে “আটপাড়ায় স্কুলের সরকারি গাছ কেটে নিলেন বিএনপি নেতা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটিতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং মানহানিকর।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে আমি স্কুলের সরকারি গাছ কেটে নিজ বাড়িতে নিয়ে গিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, স্কুলের গাছের কিছু ডাল স্কুল ভবনের উপর ঝুঁকে পড়েছিল এবং তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্টদের মৌখিক অনুমতি নিয়েই ঝুঁকিপূর্ণ ডালগুলো কেটে অপসারণ করা হয়। গাছ কাটা বা তা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
আমি একজন সমাজসেবী এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছি। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি।
আমি আপনার পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে ন্যূনতম পেশাগত সততা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করি। উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদটির জন্য আপনার পত্রিকায় আমার এই প্রতিবাদলিপি যথাযথভাবে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।