নিজস্ব প্রতিবেদক: সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া শাখার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহির রায়হানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জহির রায়হান একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, জহির রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠনের একজন সক্রিয় নেতা। বর্তমান সরকার বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (বুধবার) নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের অভিযোগ, জহির রায়হান এলাকার একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। ফ্যাসিবাদী শাসনামলে তিনি ভূমি দখল, সন্ত্রাস ও তাসের রাজত্ব কায়েম করেছিলেন বলেও অনেকে দাবি করেন। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।