দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

রিয়ামনি

“বিতর্কে শাণিত চৈতন্য” স্লোগানে, ডিবেট প্রিমিয়ার লীগ আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS)। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের ৩৬ টি দল অংশ নেয়। গত ২৩শে মে, শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবন, অবকাশ ভবন এবং শহীদ সাজিদ ভবনের নিচতলায় মোট ১৮টি ভেন্যুতে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন স্যার এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ স্যার। ডিবেটিং সোসাইটি সূত্রে জানা যায়, এই বিতর্ক প্রতিযোগিতায় ৩৬টি দলে ১০৮ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ৪০ জনের মতো বিচারক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

এদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজেসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা। বিতর্কের বিষয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির বলেন, “৩৬ টি টিম হতে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনালে উত্তীর্ণ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক হবে এবং ঈদের পর হবে ফাইনাল।

” ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “টুর্নামেন্টের পরিসর বড় হওয়ায় বিচারকের সংখ্যাও বেশি রাখা হয়েছে। মান বজায় রাখতে বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকদের বিচারক হিসেবে নেওয়া হয়েছে।” জবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, শিক্ষার্থীদের অত্যান্ত প্রাণবন্ত উপস্থিতি, যুক্তির তুখোড় বাণে একে অপরকে প্রশ্নবিদ্ধ করা, নিজের শক্ত অবস্থান তুলে ধরা সহ, সর্বোপরি অসাধারণ ও চমৎকার একটি আয়োজন হয়েছে বলে আমি মনে করি। এরকম আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশা করি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version