জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদদ ছাত্রদলের ক্রেন্দ্রীয় সাংসদের সহ সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজিব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক একে এম সুজা উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার আদর্শের সংগঠন। এই সংগঠনে কোনো দুষ্কৃতিকারী, মাদকসেবীর স্থান হবে না। গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সু-সংগঠিতভাবে দীর্ঘ ষোল বছর নির্যাতন, ঘুম, খুন সহ্য করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। কোনো অপশক্তির কাছে ছাত্রদল মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না।’ পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে তারা আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং, মাদক সেবন, দখলবাজ, চাঁদাবাজের স্থান হবে না।
অন্য কোনো সংগঠন থেকে সুসময়ের কোকিল হয়ে ছাত্রদলের পদ পাওয়া যাবে না।’ নতুন কমিটিতে পদ প্রত্যাশী ইমরান আহমেদ ফরাজী বলেন, ‘বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী, অবিবাহিত এবং যাদের ছাত্রত্ব আছে এমন নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। সাংগঠনিক টিমের প্রতি আমার প্রত্যাশা বিগত দিনে আন্দোলন সংগ্রাম এবং ৫ই আগস্ট-এর পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্লিন ইমেজ সম্পন্ন এবং কর্মীবান্ধব নেতৃবৃন্দদের মূল্যায়ন করে কমিটি করা হবে।
‘ কর্মী সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আল-আমিন।