দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। বুধবার (২১ মে) সকালে সড়কটি পাকাকরণের দাবিতে চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা গেছে, জামতলা, বেঁজগাতি, ডুমুরিয়া ও পলাশিয়া- এই চার গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, বাজার, হাসপাতালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তবে কাঁচা রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাঁদা জমে, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীদের যাতায়াত ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুততম সময়ে সড়কটি পাকা করণের দাবি জানান। এটি শুধু একটি রাস্তা নয়, এই এলাকার মানুষের জীবনযাত্রার একটি প্রধান অবলম্বন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, একাধিকবার আবেদন করলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় তাদের একমাত্র প্রত্যাশা, দ্রুত এই সড়কটি পাকা করে এলাকাবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করা হোক।

আরও জানা যায়, কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং কাদা জমে আছে। স্থানীয় চালকরা জানান, কচুয়া-সাচার সংযোগস্থলের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করা হয়। কিন্তু সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে ব্যয় ও সময় উভয়ই বেড়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version