দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকাল সাড়ে পাঁচটায় হলের রিডিং রুমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হলের সদ্য সাবেক প্রভোস্ট ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম । নবনিযুক্ত প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী উপস্থিত ছিলেন। এছাড়াও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড.ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইবি গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান, বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভাগের শিক্ষকবৃন্দ এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হলের বিভিন্ন ধরনের সমস্যা আমরা শিক্ষার্থীদের বক্তব্যে শুনেছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এগুলো সমাধান করে নতুন করে সংস্কার করবো এবং এই হলকে আধুনিক হল হিসেবে উপহার দিতে চাই। পাশাপাশি এই হলের যারা ছাত্র আছে আমি তাদের কে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে চাই।’

এছাড়াও তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মান সম্মত খাবার ব্যবস্থায় আমি একটি ইউনিক মেস সিস্টেম চালু করার প্রস্তাব করছি। যেটা ছাত্রদের দ্বারা পরিচালত হবে এবং অল্প টাকায় ভালো মানের খাবার দেওয়া হবে। আমি হলের আল্যামনাই অনুষ্ঠান করতে চাই। এছাড়া হল ডিজিটালাইজেন, ইন্টারনেট সুবিধা, ডিবেটিং সোসাইটি, খেলাধুলাসহ ছাত্রদের গড়ে তুলতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিয়ে কাজ করবো।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকে থেকে সকল এই হলের সকল শিক্ষার্থীর দায়িত্ব এই প্রভোস্টের। এই হলের শিক্ষার্থীদের পরিচয়ের পরিচর্যা করবে প্রভোস্ট। এটি কোনো সামান্য দায়িত্ব নয়, যতদিন এই দায়িত্বে থাকবেন, নিষ্ঠার সাথে কাজগুলো করবেন, যেন স্থানীভাবে সেটা থেকে যায়। পরবর্তীতে আপনার এই কাজ গুলোর জন্য ছাত্ররা যেন প্রশংসা করে এবং তাদের জীবনে একজন আদর্শ হিসেবে অনুসরণ করে।’

প্রসঙ্গত, গত ১৫ মে অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীকে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version