দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার

‘দুর্নীতি এখন শুধু রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও সেটির ব্যাপ্তি গভীর, শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা বারবার বলি আমরা সিঙ্গাপুর হবো মালোশিয়া হবো কিন্তু কেউ বলে না আমরা বাংলাদেশ হবো এর কারন দুর্নীতি। বাংলাদেশে ১৯৭১ থেকে ১৯৯৫ এই পঁচিশ বছরে যে পরিমান দুর্নীতি হয়েছে তা দিয়ে পুরো বংলাদেশকে পাঁচ মিলিমিটার পুরো করে সোনার পাত দিয়ে মোড়ানো যেতো।

চব্বিশ সালে এসে আমরা বুঝতে পারলাম কত দুর্নীতি করা সম্ভব এই দেশে’—এভাবেই দেশের দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গতকাল সোমবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দুদকের ১৭৬তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি হচ্ছে একটি শোষণের হাতিয়ার। এই হাতিয়ারের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আপনারা শুধু ঘুষ দেওয়া বন্ধ করেন। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, কেউ কেউ পঙ্গু হয়েছে, জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের জীবন দিতে বলছি না শুধু বলছি, ঘুষ দেওয়া বন্ধ করুন। একটু দেরিতে কাজ হবে, কিছু কষ্ট হবে, তবুও ঘুষ দেবেন না।’ তিনি আরও বলেন, ঘুষ চাওয়া হলে চুপ থাকবেন না, প্রতিবাদ করুন, ভিডিও করুন, অডিও রেকর্ড করুন, চিৎকার করে লোক জড়ো করুন। আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য যেখানেই অপরাধ দেখবেন প্রতিবাদ করবেন।

গণশুনানিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ সরাসরি তুলে ধরেন। বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধানও দেয় কমিশন।

সুনামগঞ্জে বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে করে পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।

চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো। বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকে ট্রাকটির চালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গিয়েছেন’। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘অতিরিক্ত ওজন নিয়ে ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো যার কারণে এটি ভেঙে পরেছে। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version