মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুমুম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ মে (রবিবার) বাদ মাগরিব অনুষ্ঠিত এই বৈঠকে বাছাইকৃত সহযোগীদের অংশগ্রহণে ইসলাম,দাওয়াত ও সংগঠনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের গুরুত্ব, তাৎপর্য এবং সমসাময়িক প্রেক্ষাপটে এর ভূমিকা নিয়ে গভীরভাবে আলোচনা করেন। তিনি বলেন, “ইসলামী আদর্শে পরিচালিত একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষের দ্বীনি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। এই পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তারা উভয়েই স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করা, দাওয়াতি কাজকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং সহযোগীদের আদর্শিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, অলিউল হক নাঈম, ও মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই ইসলামি আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং উপস্থিতদের আন্তরিকভাবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।