নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাবির মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার রহমান সাম্যকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।
এতে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাবীবুর রহমান দোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, কালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, দপ্তর সম্পাদক( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) প্রান্ত পাঠান, প্রচার সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) এস এম সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী প্রমুখ।
এ সময় বক্তারা সাম্যসহ হত্যার শিকার হওয়া ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবী জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
উল্লেখ, গত ১৩ মে (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্য। এ ঘটনায় তিন বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।