নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কীটনাশক পানে শাহীন মিয়া (৪৫) এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার খুজিউড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
রবিবার (১৮) দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য আজ মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ভুক্তভোগী শাহীন মিয়া নিজ বসত ঘরের বারান্দায় সকলের অগোচরে ফসলের জমিতে প্রয়োগের কীটনাশক পান করেন। কীটনাশক পানের পর ভুক্তভোগীর স্ত্রী লিজা বেগম চটপট করতে দেখতে পেয়ে ডাক চিৎকার দিতে থাকেন। তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহীন মিয়া মারা যান।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ (রবিবার) ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।