দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে আলহাজ্ব মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে ২০১৯ সালে আহবায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবার উৎসবমুখর পরিবেশে সম্মেলন করেছে দলটির নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মাছুম চৌধুরী (ছাতা), খায়রুল কবীর তালুকদার (চেয়ার), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে মাছুম চৌধুরী বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ তালা প্রতীকে ১৫৪ ভোট ও মুর্শেদ হাবিব ভূইয়া জুয়েল ফুটবল প্রতীকে ৮০ ভোট পান।

এর আগে, দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version