দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শপথ বাক্য পাঠের মাধ্যমে ‘জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষনে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদ, বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা রীমি ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কৌশল ও অস্ত্র চালনাসহ বিভিন্ন কাঠামোতে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে লোন দেওয়া হয়। যাতে তারা সাবলম্বী হতে পারে।

এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বড় খানার আয়োজন করা হয়। প্রশিক্ষণাত্রীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version