সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন ২৮ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে শিবগঞ্জ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জজুড়ে আনন্দ ও গর্বের সাড়া পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব দেলওয়ার হোসেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজসেবায় তাঁর সক্রিয় ভূমিকা তাকে এনে দিয়েছে বিশেষ সম্মান ও শ্রদ্ধা। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেলোয়ার ভাই শুধু আমাদের গর্ব নন, তিনি পুরো দেশের গর্ব। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দেন।
নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্যানেল আইনজীবী হিসেবে যোগদান করেছি। আমি চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের দোয়া প্রত্যাশা করি, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি। এমন একজন গুণী ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আইনগত সহায়তা নিশ্চিত হবে বলেই বিশ্বাস করছে তার শিবগঞ্জ উপজেলাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।