গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা একদল তরুণের উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্লাড ডোনার ক্লাব এন্ড অর্গানাইজেশন গাইবান্ধা (বিডিসিওজি) সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। গত (২৮ এপ্রিল) থেকে সদর উপজেলা মিয়াপাড়া নামক এলাকায় পুর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় কার্যক্রম।
সপ্তাহব্যাপী চলবে জেলা জুড়ে এই কার্যক্রম। এই ব্লাড নির্ণয় ও ডোনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামিউল ইসলাম, এদিকে,রক্ত নির্ণয় ক্যাম্পেইন শুরু হয় সকাল সারে এগারোটায় আসতে থাকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবি শ্রেনীর মানুষ। বিকেল ৪ টায় শেষ হয় প্রথম দিন, এই সেবা বিনামূল্যে পাবেন বলে জানান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিনুল ইসলাম শিপন।
তিনি আরও জানান সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে পুরো জেলায় একটি মুমূর্ষু রোগীও রক্তের কারণে মারা যাবে না বলে উল্লেখ করেন। এনিয়েই আমরা কাজ করছি। এছাড়াও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান এই সংগঠনের পরিচালক। এতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই উদীয়মান তরুণ। এইসব তরুণদের উদ্যোগে স্থানীয় ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী ‘রক্ত দেই জীবন বাচাই’ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা জুড়ে থাকবে এই কর্মসূচি।