নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শব্দ দূষণের দায়ে সাত গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ এপ্রিল) নেত্রকোনা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনের সড়কে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে সাত গাড়ি থেকে ১৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ এবং আট হাজার টাকার জরিমানা ও জরিমানাকৃত অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জব্বার হোসাইন প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
এছাড়াও জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক সফিউল আলম রানা ও অন্যান্য কর্মচারীবৃন্দসহ পুলিশ বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমিন্বত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওয়তায় ‘আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস ২০২৫’ উপলক্ষে শ্রবণ, স্বাস্থ্য ও মানসম্মত জীবনযাপনের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনা সৃষ্টি এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণ করা হয়। সারাদেশে একযোগে এ কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, এসময় শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে গাড়ীচালক ও জনসাধারণকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।