তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েছ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বদরুল হোসোন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব,পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, রাষ্ট্র পক্ষের আইন কর্মকর্তা (জিপি) এডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র আইনজীবী এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা। আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।