বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল এলাকার যেকোনো গাছের ফল পারায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ফল পাকলে শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হবে বলেও জানানো হয়েছে৷ সোমবার(২৮ এপ্রিল) সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড.আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা সাদ্দাম হোসেন হলে অবস্থানরত সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, হল এলাকার যে কোন গাছের কাঁচা/পাকা ফল পারা যাবে না। এই ফল পাকলে হলের ছাত্রদের মাঝে বণ্টন করা হবে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে উক্ত ছাত্র/ছাত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এ বিষয়ে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট আবুল কালাম আজাদ বলেন, ‘ক্যাম্পাসের ফল গাছ গুলোর উপর সকল শিক্ষার্থীর সমান অধিকার রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ফল অপরিপক্ব থাকা অবস্থাতেই সব পেরে নিয়ে যাচ্ছে। এতে অন্যরা বঞ্চিত হচ্ছে। কিন্তু ফলগুলো যদি আর ২০ দিন রাখা হয় তবে এগুলো খাওয়ার উপযুক্ত হবে। আমি চাই হলে অবস্থানরত সকল আবাসিক শিক্ষার্থী অন্তত একটা হলেও ফল খাওয়ার সুযোগ পায়।’