দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের স্কুল শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গত শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের একটি ভিডিও বার্তায় এ ফলাফল প্রকাশ করেন।

ফলাফল প্রকাশের সময় তিনি জানান, ২০২৪ সালে হওয়া এ পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। ছাত্র ছিল ১১৪৫ জন এবং ছাত্রী ছিল ১৬৯৯ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৩২ জন এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১০৪ জন। মোট বৃত্তি পেয়েছে ৩৩৬ জন। যারা ৭০% মার্ক পেয়েছে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আর যারা ৮০% মার্ক পেয়েছে তারা ট্যালেন্ট পুলে বৃত্তির জন্য বিবেচিত হয়েছে।

চতুর্থ শ্রেণিতে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে মোট ছাত্র বৃত্তি পেয়েছে ৫২ জন এবং ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৮ জন, মোট ১১০ জন। পঞ্চম শ্রেণিতে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৪৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৯ জন, মোট ১০৬ জন। ষষ্ঠ শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ৮ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৬ জন। সপ্তম শ্রেণীতে ছাত্র বৃত্তি পেয়েছে ৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৫ জন। আষ্টম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ২১ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৪ জন, মোট ৩৫ জন। নবম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ১৫ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৯ জন, মোট বৃত্তি পেয়েছে ৩৪ জন।

এসময় তিনি বলেন, ‘এ সংগঠন প্রতিবছর শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ অভিযান, লিডারশিপ ট্রেনিং ক্যাম্প, বৃত্তি পরীক্ষা গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ উপহার প্রদান, ঈদ সামগ্রী উপহার প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় গতবছরও আমরা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যারা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পেয়েছো তোমাদের সবািকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা যারা বৃত্তি পেয়েছো স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরা দৃঢ প্রত্যয়ী হয়ে এখন থেকেই কাজ করে যাবে। আমরা আশা করছি তোমাদের সততা,দক্ষতা এবং যোগ্যতার বিনিময়ে আগামী দিনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই আমরা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান করে থাকি। আমরা অন্যান্য বছরের ধারাবাহিকতায় এ বছরও খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version