দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি::
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষকের স্বার্থে এবছর বেশি দামে ধান-চাল ক্রয় করছে সরকার। বিগত বছরের চেয়ে এবছর ধান-চালের দাম কেজিতে চার টাকা বাড়ানো হয়েছে। কারণ কৃষক যে পরিমাণ পরিশ্রম করে ফসল ফলায়, তাকে যদি আমরা উপযুক্ত মূল্য দিতে না পারি, তাহলে কৃষকরা উৎসাহ হারাবে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে সরকার যথাযত ধানের মূল্য নির্ধারণ করেছে। 
 
তিনি বলেন, কৃষকরা যাতে গুদামে এসে হয়রানির শিকার বা কোনো ধরনের ভোগান্তি ছাড়া ধান বিক্রি করতে পারেন সেজন্য খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করব।
 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গোদামে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে দেখার হাওরে ধানকাটা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা।  
 
খাদ্য উপদেষ্টা বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন, কোনো সিন্ডিকেট ছিল না। এবারও ধান-চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।
 
এই সরকারের মেয়াদ কতদিন থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে উপদেষ্টা বলেন, এটির জবাব একমাত্র প্রধান উপদেষ্টাই দিতে পারবেন।
 
উপদেষ্টা আরও বলেন, বিগত বছরের তুলনায় ধান চাল সংগ্রহের পরিমাণও আমরা বাড়িয়েছি। কারণ ঘটতি মেটাতে আমাদেরকে খাদ্যশস্য বিদেশ থেকে আমদানী করতে হয়ে। আমরা যদি কৃষক পর্যায় থেকে বেশি করে সংগ্রহ করতে পারি তবে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। 
 
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা প্রমুখ।
 
উল্লেখ্য, চলতি মৌসুমে সরকার সুনামগঞ্জ জেলায় ধান সংগ্রহ করবে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করবে ১৩ হাজার ৮১৬ মেট্রিক টন। 
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version