দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পৌরশহরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত, শারিরীকভাবে লঞ্চিত করার প্রতিবাদে অভিযুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এতে ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. শাজাহান মিয়া অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজন এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ওই বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও ভুক্তভোগী সহপাঠীরা রাস্তা অবরোধ করে এই মানববন্ধন পালন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ লুৎফর হায়দার ফকির, সহকারি শিক্ষক মোসা আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি হাবিবুর রহমান খানসহ আরো অনেকে।

এছাড়াও শিক্ষার্থী জিনাত আক্তার, সৌরভী আক্তার ও ঐশ্বর্য বিশ্বাস তাদের বক্তব্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অভিযুক্ত মো. নাসিম ও তার সহযোগী মো. মাসুম, মো. ফয়সাল এবং সোনালীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রশ্ন রেখে বক্তারা আরো বলেন, আসামি চারজন অথচ একজনও গ্রেফতার হয় নাই। ঘটনার চারদিন পার হয়েছে। আসামিরা দ্রুত গ্রেপ্তার না হওয়াতে ভুক্তভোগীর পরিবার আতঙ্কের মধ্যে বখাটেদের হুমকি ও অত্যাচারে দিনযাপন করছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল (সোমবার) এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগী ছাত্রীর বড় বোন মোছা. সিমলা আক্তার (সাথী) বাদী হয়ে যৌননিপীড়নের দায়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী খালাতো বোনের বাড়ি শালজান গ্রামের বেড়ানোর জন্য খালাতো ভগ্নিপতির সাথে বাড়ি থেকে বের হন। ঘটনাস্থলে যাবার পথে নাসিম ও তার সহযোগিরা পথ আটকিয়ে প্রেম নিবেদন করলে ভুক্তভোগী তা প্রত্যাখান করেন। এতে নাসিম ক্ষিপ্ত হয়ে ও অভিযুক্ত মো. মাসুম মিয়া, মো. ফয়সাল মিয়া ও সোনালী মিয়ার সহায়তায় ভুক্তভোগীর ওড়না ও হাতে ধরে টানা হেচড়া করে যৌনপীড়ন, এলাপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে ভুক্তভোগী ও তার ভগ্নিপতিকে বেদনাদায়ক ফোলা জখম করেন। ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে নির্জন স্থান নিয়ে যান।

ভুক্তভোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে অভিযুক্ত বখাটেরা সুবিধামত স্থানে একা পাইলে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যাবে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যান। শারিরীক অবস্থা দেখে ভুক্তভোগীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version