নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।
জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে, জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম।
মোহনগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিউজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের মুয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস শেখ সাদী, মোহনগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ অনেকে।
নেত্রকোনা জেলার ১০ উপজেলায় আজ (২৪ এপ্রিল) থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর মোট বোরো ধান সংগ্রহ করা হবে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ও বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন।