নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাস্তবায়িত ‘সরিষা’ প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসভার টেঙুরি এলাকায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো, হুমায়ুন দিলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হানিফুজ্জামান, পৌর বিএনপি’র প্রাক্তন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, কেন্দুয়া পৌর কৃষকদলের সভাপতি আবু সিদ্দিক সিকু ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইমরান হাসান।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং টেঙুরি এলাকার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে সরিষা চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, ফলন বৃদ্ধির কৌশল এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাঠ দিবসের মতো কার্যক্রমের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। তারা জনগণকে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিয়ে সরিষার তেল ব্যবহারে উৎসাহিত করেন।
অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান বলেন, “আমরা যেটাকে সোয়াবিন তেল বলে খাই, সেটি আদতে একটি রাসায়নিক মিশ্রণ। আন্তর্জাতিক একটি গোষ্ঠীর মিথ্যা প্রচারে সরিষার জায়গা দখল করেছে সোয়াবিন, যার ফলে আমাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এই তেলে গ্যাস্ট্রিক, হার্টের রোগ এমনকি ক্যানসারের ঝুঁকিও রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের ঐতিহ্যিক ভোজ্যতেল ছিল সরিষার তেল। তাই কৃষকদের সরিষা চাষে মনোনিবেশ করতে হবে এবং জনগণকে এই নিরাপদ তেল ব্যবহারে উৎসাহিত করতে হবে।”
আলোচনা শেষে সরিষা প্রদর্শনী প্লটে কৃষি বিভাগের প্রযুক্তিগত সহায়তায় অর্জিত সফলতা প্রদর্শন করা হয়। কৃষকরাও তাদের চাষাবাদের অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন বিষয়ের পরামর্শ নেন।
এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফলনশীল ও লাভজনক কৃষিকাজে তাদের আগ্রহ আরও বাড়াবে আশা করছেন উপস্থিত সকলে।