নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরাফাত নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর খাঁয়রা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মো. আরশ আলীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির পরিবারের লোকজন বাড়ির সামনের উঠানে ধান শুকানোর জন্য খলা প্রস্তুত করতে পাশের জায়গায় ছোট গর্ত করে মাটি সংগ্রহ করে। প্রায় এক থেকে দেড় ফুট গভীর ওই গর্তে আজ ভোরে হওয়া বৃষ্টির পানি জমে থাকে। আজ (সোমবার) বেলা ১১ টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল।
এসময় তার বাবা ধান কাটায় ব্যস্ত ছিলেন আর মা বাড়িতে রান্নার কাজ করছিলেন। একপর্যায়ে শিশুটি ওই গর্তের পানিতে পড়ে যায়। করে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি গর্ত থেকে ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে জানতে চাইলে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত শিশুটির মৃত হয়েছে। মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’