বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
বাসে উঠার সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নোমান ইবনে খায়ের। বুধবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাসের জিয়া মোড়ে ডাবল ডেকার ‘স্পর্শক’ বাসে ওঠার সময় এ ঘটনা ঘটে।
এতে ওই শিক্ষার্থীর বাম পায়ের হাড় ফেটে যায়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্লাস্টার করে বর্তমানে ক্যাম্পাসের গেট পার্শ্ববর্তী একটি বাসায় অবস্থান করছে।
এদিকে Transport community,IU ফেসবুক গ্রুপে ডাবল ডেকার ‘স্পর্শক’ বাসের ওই ড্রাইভারের বিরুদ্ধে বাস না থামানোর অভিযোগ করেন তাবাস্সুম নামে এক শিক্ষার্থী। ফেসবুক গ্রুপে ওই শিক্ষার্থী লেখেন, ১৬ এপ্রিল স্পর্শক ডাবল ডেকারের ড্রাইভার ৩ টায় ক্যাম্পাসে যাওয়ার জন্য সাদ্দাম বাজার ও কাস্টম মোড় থেকে শিক্ষার্থী উঠতে চাইলে বাস থামাইতে রাজি হয়নি! এক পর্যায়ে বাসের সামনে গিয়ে দাড়াইলে কোনো রকম একটু স্লো করে ছাত্রীদের আজেবাজে ও যাচ্ছে তাই কথা শুনায় এবং রাগারাগি করে। ছাত্রীদের এমন ভোগান্তি যেনো আর না হতে হয় সে বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আহত শিক্ষার্থী নোমান বলেন, ‘আমি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হই। ডাবল ডেকার একটা বাসে উঠার সময় মনে হলো বাসটা পূর্বের তুলনায় দ্রুত গতিতে ছেড়ে দিছে। তখন পা পিছলে পড়ে গিয়ে পায়ে আঘাত পাই। ড্রাইভার ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন কিনা তা বলতে পারবো না।’
এ বিষয়ে উক্ত বাসের ড্রাইভার মিঠু বলেন, ‘আমার বাসের সাথে ধাক্কা খেয়ে কোন শিক্ষার্থী আহত হয়ে পা ভেঙ্গে গেছে, সে বিষয়ে আমি অবগত নই। আর যদি এমন ঘটনা ঘটে থাকে ও আমার কোনো দোষ থাকে তাহলে প্রশাসন থেকে যেকোনো শাস্তি আমি মেনে নেব। এছাড়া সাদ্দাম বাজারের ঘটনাটির বিষয়েও আমি কিছু জানি না।’