দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় মদের বোতলসহ এক তরুণীকে আটক করেছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ফারজানা খাতুন ঝুমা (২১)। তিনি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলী মেয়ে। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম জানান, পাঁচ বোতল আইস ব্র্যান্ডের ও দুই বোতল অন্য ব্র্যান্ডের মদসহ সাত বোতল ভারতীয় মদসহ তরুণীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এরআগে গত বুধবার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পূর্বধলার জারিয়া ইউনিয়নের গোজাখালী কান্দা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী ওই তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার উপ-পরিদর্শক (এসআই) মনিতোষ ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাজাহান কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা বাজারে চেক পোস্ট স্থাপন এবং সন্দেহজনক একটি যাত্রীবাহী অ্টো রিকশা (সিএনজি) থামানো হয়। তল্লাশীকালে পাঁচ বোতল আইস ব্র্যান্ডসহ সাত বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মাদক সাথে থাকার দায়ে ফারজানা খাতুন ঝুমা নামে এক মাদক ব্যবসায়ী তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

পূর্বধলা থানার ওসি জানান, মাদক ব্যবসায়ী ফারজানা খাতুন ঝুমা দীর্ঘদিন ধরে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক সংগ্রহ এবং এসব মাদক দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে সরবরাহ ও কেনাবেচার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এরই মধ্যে গ্রেফতারকৃত তরুণীকে মাদক মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

‘জিরো টলারেন্স নীতির আলো’কে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version