টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি পরিক্ষার্থীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, উপজেলা ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা অবস্থিত ৬ টি পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থী অভিভাবকরা বলেন, প্রচন্ড তাপদাহে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করে। তৃষ্ণার্তের, তৃষ্ণা মিটানো প্রশংনীয় ও মানবিক কাজ।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাজাহান সাজু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ। এছাড়া উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।