দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় ফেসবুকে গুজবের পোস্ট দেখে বাংলা বর্ষবরণের ব্যানার ছিঁড়ে ফেলেন যুবদলের নেতারা। এসময় মঞ্চে উঠে অনুষ্ঠানের মাইক কেড়ে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অকথ্য ভাষায় গালাগাল করেন তারা। সেসাথে ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে যুবদলের নেতাদের বিরুদ্ধে।

সোমবার (১৪এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে আটপাড়া উপজেলা চত্ত্বরে ইউএনও’র বাসভবনের পাশে বর্ষবরণের এ অনুষ্ঠান হয়। এর আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্রে ও স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকালে একটি ফেইক আইডি থেকে ১৪৩০ বাংলা সনের বর্ষবরণ পালনের একটি ব্যানার পোস্ট করা হয়। ওই ব্যানারে বর্ষবরণের স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর শিশুপার্ক সংলগ্ন, আটপাড়া’ লিখা রয়েছে। এমন গুজবের পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নুর ফরিদ ও যুগ্ন-আহবায়ক কামাল হোসেন তালুকদারের নেতৃত্বে পাঁচ-ছয় জন যুবক গিয়ে বর্ষবরণের ব্যানার ছিঁড়ে ফেলেন।

তারা মঞ্চে উঠে উপস্থাপকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তারা ইউএনওকে লাঞ্ছিত করেন। পরে ইউএনও অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

আরও জানা যায়, বর্ষবরণের ব্যানারে কোনো সমস্যা ছিলোনা। ওই দুই নেতা ফেসবুকে পুরোনো বছরের ব্যানার দেখে, অনুষ্ঠানস্থলে এসেই একাণ্ড ঘটিয়েছে। তাদের উচিত ছিলো অনুষ্ঠানের ব্যানারটা মনোযোগ দিয়ে পড়া।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী স্থানীয় সাংবাদিকদের বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

আটপাড়া ইউএনও রুয়েল সাংমা বলেন, ‘উপজেলার যুবদলের সদস্য সচিবের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ লোকজন হঠাৎ করে মঞ্চে উঠে পড়ে। সেখানে বসা লোকজনদের তুলে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। একই সঙ্গে মঞ্চের ব্যানার ছিড়ে ফেলা হয়। আমি বাধা দিতে চাইলে তাঁরা আমার সঙ্গেও অশুভন আচরণ করে ধাক্কা দেন। আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version