নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে নেত্রকোনা সদর উপজেলায় দক্ষিণ বিশিউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বাদ আছর ফিলিস্তিনে বর্বর ইজরায়েল কর্তৃ মুসলিম নারী-শিশু গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বিশিউড়া বাজারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, জামায়েতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোনা জেলার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আলী আশরাফ, অধ্যাপক শফিকুল ইসলাম, মুহাম্মদ সারওয়ার জাহান জনি, মাওলানা জিল্লুল কবির, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম ও মাওলানা সায়মন সাদ প্রমুখ।
বক্তারা বলেন, নির্বিচারে ফিলিস্থিনের গাজা ও রাফায় বোমা বর্ষন করে নারী-শিশুসহ হাজার হাজার মানুষকে বর্বর ইসরাইলি বাহিনী হত্যা করেছে। ফিলিস্তিনের আকাশে মানুষের লাশ উড়ছে, পুড়া লাশে গন্ধ ও ধ্বংসস্তুপে পরিনতি হয়েছে নগর। এই দৃশ্য আজ বিশ্ব মানবতাকে হার মানিয়েছে। ইহুদী বাহিনীর এই হত্যাষজ্ঞকে তীব্র প্রতিবাদ নিন্দা এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞসহ দখল দায়িত্ব বন্ধ করতে মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
সবশেষে ফিলিস্তিনে নিহত ও আহতসহ জনগণের জন্য বিশেষ দোয়া পাঠ করেন মাওলানা জয়নাল আবেদিন।