নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডদেশ প্রাপ্ত খাইরুল ইসলাম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বাশিআটি গ্রামের বাসিন্দা এবং রহিম উদ্দিন মেম্বারের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাশিআটি গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ষাঁড়ের লড়াই বন্ধ এবং একটি গরু আটক করেন। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান মাধ্যমে খাইরুল ইসলামকেতিন৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় বিনোদনমূলক উৎসব হিসেবে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হতো। সাম্প্রতিক সময়ে এসব আয়োজন জুয়ার আসরে পরিণত হয়েছে। এতে কেবল সামাজিক অবক্ষয়ই নয়, জড়িয়ে পড়ছে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালী কিছু মহলও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, “সামাজিকভাবে বর্জনযোগ্য এবং আইনবিরোধী কোনো কাজ ব্যক্তির কিংবা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না। জুয়া প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।”
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।