মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর পর শিশুটি একাই থাকত। বাবা কাজের জন্য বাইরে থাকায় একা পেয়ে এ ঘটনা ঘটায়।
পরিবার ও হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার সূত্র জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক কর্তৃক ওই শিশুর ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া নামের যুবক পালিয়ে যায়। পরে বাড়ি গিয়ে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানে। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার এস এম এ সেলিম জানান, তারা খোঁজ নিয়ে ময়মনসিংহের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করেছেন।