দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলাযর মাহমুদনগর ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঘর থেকে  সৎ মাকে বের করে দিয়ে ঘরে তালা  দেওয়ার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফুলমালা জানান, আমার স্বামী মৃত আনছু পিরসাহেব মারা যাওয়ার আগে আমাকে  ২ শতাংশ বাড়ি থেকে এবং ২ শতাংশ আবাদি জমি থেকে মোট চার শতাংশ লিখে দিয়ে যান। উল্লেখ্য আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমাকে দ্বিতীয় বিয়ে করে, তারপর আমার একজন মেয়ে সন্তান হয়, আগের স্ত্রীর   দুইজন ছেলে এবং চারজন মেয়ে সন্তান রয়েছে সব জমি দুই ছেলের নামে লিখে দিয়ে যায় আমার স্বামী।

আমার স্বামীকে এবং আমাকে কোন ছেলেরাই ঠিকমত ভরণপোষণ করত না। আমার স্বামী পীর সাহেব তার ভক্তরা যা দিত এগুলো নিয়ে আমরা কোন রকমে দিনপাত কাটাতাম তারপর আমার স্বামী মারা যায়, তার সাথে সাথেই আমার সৎ ছেলেরা আমাকে আমার স্বামীর রেখে যাওয়া ঘর থেকে বের করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয় এমত অবস্থায় আমি খুব কষ্টে জীবন যাপন করছি।

ছেলেদের নাম ছালাম ও মা’র ঘরে তালা দেয়া বিষয়ে সৎ ছেলে ছালাম ও বারেক বলেন, ঘরটি ভাঙ্গা। মা সেখানে থাকেনা এবং ঘরটি ঝুঁকিপূর্ণ তাই আমরা কাউকেই থাকতে দেই না। এজন্য তালা দিয়ে রেখেছি। ছেলে ছালাম বলেন, মা বাড়িতে ছিলো না তাই ঘরটি আমরা দু’ভাই তালা দিয়ে রেখেছি। যাতে কোন জিনিসপত্র না হারিয়ে যায়। ছেলে বারেক বলেন, এখানে আমি বিল্ডিং করবো তখন মা আমার সাথে থাকতে পারবেন। এখন আমি কাউকে থাকে দেই না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version