দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বোরচিত হত্যাষজ্ঞের প্রতিবাদে নেত্রকোনার কবি-লেখকবৃন্দ কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার পর‌্য নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়াস্থ বকুলতলা চত্বরে খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে এ কর্মসূচী পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কবি এনামূল হক পলাশ। সঞ্চালনায় ছিলেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এবং এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরীয়া চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, কবি ও লেখক ননী গোপাল সরকার, লেখক ও চিন্তক আনোয়ার হাসান, প্রাবন্ধিক স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক মো. আলমগীর, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু, ছড়াকার মৃণাল কান্তি চক্রবর্তী, কবি আনিসুর রহমান বাবুল, বিপ্লবী ওয়ারকার্স পার্টির সজীব সরকার, কবি শোকরান খান, কবি দেবব্রত দাস, কবি কামাল হোসাইন, কবি হেপি সরকার, কবি ইউসুফ খান, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, কবি তানভীয়া আজীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি প্রমুখ।

সকলের পক্ষে ফিলিস্তিনের শিশুসহ জন সাধারণের প্রতি সংহতি প্রকাশ করে গণমাধ্যমের জন্য বিবৃতি পাঠ করেন কবি এনামূল হক পলাশ।

বিবৃতি পাঠে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের নৃশংস আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী, পুরুষ এমনকি শিশুরাও নির্বিচারে বোমাবর্ষণে নিহত হচ্ছে। তবুও, বিশ্ব এখনও উদ্বেগজনকভাবে নীরব। এমনকি রাজনৈতিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলিও কোনও অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। এই নীরবতা ইসরায়েলি বাহিনীকে আরও সাহসী করেছে, যারা নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

কয়েক মাস ধরে, এই আগ্রাসন হাজার হাজার ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়েছে। অসংখ্য বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন এবং অনেক শিশু এতিম হয়েছে। কোনও জায়গাই বাদ পড়েনি- এমনকি মসজিদ, স্কুল, হাসপাতালও নয়। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। নিরীহ ফিলিস্তিনিরা এখন বিশ্ব বিবেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন করছে।

আমরা, “নেত্রকোণা সাহিত্য সমাজ” অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে , গত ৭ এপ্রিল “দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” বিশ্বব্যাপী প্রচারণার সাথে আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয় এই সংহতিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version