কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পুর্বধলা উপজেলায় পারভেজ মিয়ার (২৫) এক যুবকের পুরুষাঙ্গ কাটলেন তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে উভপক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত পারভেজ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তরুণী দাবি তাকে দুজনে মিলে ধর্ষণের চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে তিনি পুরুষাঙ্গ কেটেছেন। অপরদিকে প্রেমিক যুবক পারভেজের পরিবারের দাবি ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ব্লেড দিয়ে কাটা হয়েছে।
আহত পারভেজ নেত্রকোনার পূর্বধলার ত্রিমোহনী এলাকার আব্দুল মন্নানের বেপারীর ছেলে এবং ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে পারভেজ তার মামার বাড়ীতে থাকতেন এবং পূর্বধলা বাজারে মামার লেপ তোষকের দোকানে কাজ করতেন।
বাইশ বছর বয়সি ওই তরুণীর বাড়ী পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের একটি গ্রামে এবং উপজেলার একটি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে পুর্বধালা থানার ওসি মো. নুরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে গত সোমবার বিকেলে পূর্বধলা উপজেলার রাজধলা বিলের পশ্চিমপাড়ে একটি পরিত্যক্ত ঘরে পুরুষাঙ্গ কাটার ঘটনাটি ঘটে। এরপর আহত পারভেজকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য পারভেজকে মমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত পারভেজের পুরুষাঙ্গের ৫০ ভাগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মমেক হাসপাতালে রেফার্ড করার কথা জানান পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা।
তরুণী জানান, পূর্বধলায় বাজারের সোনালী স্টোরের কর্মচারী মো. জাহিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে ওইদিন সে পূর্বধলা সদর বাজারে আসেন। পরে জাহিদ তার বন্ধু পারভেজকে ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কথা বলে তাকে নিয়ে রাজধলা বিলপাড়ে নিয়ে যায়। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে তার ব্যাগে থাকা ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে টান (পুশ) দেন।
এবিষয়ে আহত পারভেজের পরিবার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সোমবার বিকালের দিকে দোকান থেকে মোটরসাইকেল যোগে দুই তরুণ পারভেজ ডেকে নিয়ে যায়। পরে চার-পাঁচজন মিলে রাজধলা বিল পাড়ের পশ্চিম পাশের একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এসময় ওই তরুণীও সেখানে উপস্থিত ছিলো। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা।
এ বিষয়ে আগামীকাল পারভেজের অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।