ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
আটপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির আর নেই। শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ট্রোকজনিত কারণে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।