দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন‍ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ দিবসটি পালিত হয়।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় ইউএনও এর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে , মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু প্রমূখ।

এছাড়াও মহিলাদলের সভানেত্রী রেখা আক্তার ও সাধারণ সম্পাদক আছিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রিনা হায়াৎ সহ সাংবাদিকবৃন্দ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version