দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধন সিভিল সার্ভিস চাই, সংস্কারের নামে অসংস্কার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা মানি না মানবো না স্লোগানে গাইবান্ধার ফুলছড়িতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রুহুল আমিন মিয়া, মেডিকেল অফিসার, ডা. অয়ন চন্দ্র মন্ডল, ডা. রুবিনা ইয়াসমিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, আমরা চাই কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় এবং আমাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত বাংলাদেশ সরকারের পদ।

এ পদগুলো সকল ক্যাডারদের উন্মুক্ত রাখতে হবে। চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনয়নের মাধ্যমে ক্যাডার যার মন্ত্রণালয় তার এ নীতি বাস্তবায়ন করতে হবে বলে তারা দাবি করেন। তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন চাই, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দিতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version