এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে ট্রাক বোঝায় ফেন্সিডিল পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার সহ ২ কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ফুলবাড়ী মহাসড়কের ঢাকা মোড়ে বিশেষ তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট একটি চাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ২ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশের একটি বিশেষ টীম। ফুলবাড়ি থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে।
ফুলবাড়ী ঢাকা মোড়ে বিশেষ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করলে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় ও ট্রাকটি জব্দ সহ ২ জন কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সদর উপজেলার পাতলশা সরকার পাড়া এলাকার শ্রী গনেশ চন্দ্র এর পুত্র শ্রী মিলন চন্দ্র (২৪) ও একই উপজেলার বড়াইপুর (মোল্লাপাড়া) এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ মাসুদ রানা (১৯)। সুত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা ফেন্সিডিলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে মর্মে স্বীকার করে। এছাড়াও, আটককৃতরা দীর্ঘদিন যাবত মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক বুধবার (২৫ ডিসেম্বর) বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ।


