টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের এক কৃষকের জমির পাকা ধান কেটে নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে একদল ভূমিদস্যু।
আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে গতকাল, উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত শফী শামসুল হকের ছেলে মো. গোলাম দস্তগীরের পৌত্রিক ও ক্রয়কৃত ৪২.৫ শতাংশ আবাদি জমির পাকা ধান কেটে নিয়েছে একদল ভূমিদস্যুরা। আবাদি জমিটি নিয়ে মালিকানার বিরোধ চলেছে বিগত ৩৬ বছর যাবৎ। ইতিপূর্বে এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলার রায় পায় গোলাম দস্তগীর। পরে আদালতের নির্দেশে তাকে দখল বুঝিয়ে দেয়া হয়। আদালত কর্তৃক বুঝিয়ে দেয়া দখলের আবাদ করে আসছিল তিনি। কিন্তু গত ১৬ নভেম্বর রাতের আঁধারে ৩৫ জন লোকের একটি দল ধান গাছ থেকে শুধু ধানের ছড়া কেটে নিয়েছে। পুনরায় এ জমিতে ফসল চাষ করতে হলে, ধান গাছ গুলো কেটে তারপর জমি হাল দিয়ে ফসলের বীজ রোপণ করতে হবে।
এদের মধ্যে মৃত আহাম্মদের ছেলে ছালাম (৬৫), সবুর, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুরের ছেলে তারিফুল, সুদামপাড়া ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক বেল্লাল সহ ৩৫-৪০ জনের ভূমিদস্য রাতের আঁধারে ধানগুলো এমন ভাবে কেটে নেয়, যা দেখলে চোখের পানি এসে যায়।
কৃষক গোলাম দস্তগীর অশ্রুসিক্ত নয়নে বলেন, এ জমি আমাদের পূর্বপুরুষের। জমির মালিকানা নিয়ে যে বিরোধ ছিল সেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে তবুও আজো আমার পূর্বপুরুষের এই আবাদি জমিটি দখল করে নিতে চায়। অমানুষের মতো এভাবে জমির ধান কেটে আমার প্রায় ১ লাখ টাকার মত ক্ষতি করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ জানাবো। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, আমি যদি এই জমির যদি বৈধ মালিক হয়ে থাকি তবে ওদের দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেয়া হোক, যাতে ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের কাজ না করতে সাহস পায়।