দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম ওরফে রহিত মিয়ার হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন বিচারক।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন।

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থন করা এই নিয়ে দ্বন্দ্বে পরাজিত প্রতিপক্ষ তোতা মেম্বারের সমর্থকদের সাথে বিরোধ দেখা দেয় । এরই জেরে ২০১২ সালের ২৫ জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে রফিককে হত্যা করার পর বস্তায় ভরে ফেলে রাখেন মামলার আসামিরা। পরবর্তীতে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০১২ সালের ২৬ জানুয়ারি দুর্গাপুর থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে নিহত রফিকুলের বাবা আ. মোতালেব মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। প্রায় একযুগ পরে এ হত্যা মামলায় জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন।

এতে রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অ্যাড. আবুল হোসেন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. জাহিদুল ইসলাম সৈকত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version