কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার পলাতক আসামি কামরুল হাসান ভুঁইয়াকে (৫০) গ্রেফতার র্যাব-১৪। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলার দিগদাইর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ারী থানা এলাকা হতে কামরুল হাসান ভুঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের একটি আভিযানিক দল।
তিনি জানান, গত ২৮ জুলাই বিকেল ৪টার দিকে কামরুল হাসান ভুঁইয়ার নেতৃত্বে এজাহারে অন্যান্য অপরাপর এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিসহ বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হন। কেন্দুয়া পৌরসভার থানা গেইট সংলগ্ন মো. মোবারক হোসেনের (৩০) মালিকানাধীন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট্ কর্নার’ নামীয় দোকানে আসে জনতাবদ্ধ ওই দলটি। দোকান ঘরে অনধিকার প্রবেশ করে আনুমানিক ৩৪ লক্ষ টাকার মালামাল লুটপাট ও দোকান ভাঙচুর, দোকানের ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সুষ্টি করেন মামলার আসামীরা।
এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে গত ২১ আগস্ট দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
তিনি আরও জানান, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ও ময়মনসিংহ সিপিএসসি’র সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন স্বদেশী হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এলাকায় পরিচালিত অভিযানে কামরুল হাসান ভূঁইয়াকে গ্রফতার করতে সক্ষম হয় র্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


