রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় মেম্বারবাড়ি এলাকায় আবাবীল একাডেমীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়াল গড় শাখার উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়ালগড় ইউনিয়নের আমীর ইন্জিঃ সিদ্দিকুর রহমান সভাপতির দায়িত্ব পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসলিসের শুরা সদস্য গাজীপুর জেলার নব নির্বাচিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন- আওয়ামী ফ্যাসিস্টদের নতজানু নীতির কারণেই আমাদের আবহমান কালের কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর চলেছিল বাধাহীন আগ্রাসন। তাই আমি মনে করি ৭ নভেম্বরের ইতিহাস মনে রেখে বাংলাদেশের সকল মানুষকে এক হয়ে গণতন্ত্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।কোরআন তেলাওয়াত করেন- মোঃ আতিকুর রহমান আকন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন ভাওয়ালগড় ইউনিয়নের সেক্রেটারি মোঃ আঃ আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মোঃ আব্দুল হাকিম।বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পশ্চিম এর আমীর মোঃ আলা উদ্দিন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পশ্চিম এর সেক্রেটারি প্রফেসর আব্দুল বারী, ভাওয়ালগড় ইউনিয়ন কর্মপরিষদ সদস্য সুপার আব্দুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন সমাজ কল্যাণ সভাপতি মোঃ নজরুল ইসলাম ও আবাবীল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আজিজুল হক আজিজ সহ অত্র ইউনিয়নের জামায়াতে ইসলামীর সদস্যরা।