দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তরিকুল্লাহ আশরাফী :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুপরিকল্পিত ভাবে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন একই সাথে বিরাজনীতিকরণের প্রচেষ্টাও চলছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র গণ বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে ।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতোই ৭ নভেম্বর জাতীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ , পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ,নব্বইয়ের স্বৈরাচার পতনের গণ অভ্যূত্থান এবং সাম্প্রতিক ফ্যসিবাদ পতনের ছাত্র-গণ বিপ্লবের চেতনা-আকাঙ্খা একই সূত্রে গাঁথা।

এক ও অভিন্ন। স্বাধীনতা-সার্বভৌমত্ব,গণতন্ত্র রক্ষা এবং দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মাইল ফলক হয়ে থাকবে। তিনি বলেন ,দেশের সার্বভৌমত্ব ,গণতন্ত্র রক্ষায় যেমন ৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছিলো, তেমনি ২৪ এর ৫ আগস্ট ফ্যসিবাদ ও আধিপত্যবাদের কবল থেকে দেশ,জাতি ও গণতন্ত্র রক্ষায় গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র গণ বিপ্লব হয়েছে।

তিনি আরো বলেন ,আওয়ামী লীগ ও আধিপত্যবাদী আগ্রাসী শক্তি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ভয় পায়। তাদের রাষ্ট্রঘাতি কর্মকাণ্ডের কারণেই পঁচাত্তরের সাত নভেম্বর সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব সাধিত হয়েছিলো। ঠিক একই কারণে এবছর ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী ফ্যসিবাদ ও আধিপত্যবাদের পতন হয়েছে । তিনি সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আহ্বান জানিয়ে বলেন সাত নভেম্বর ও পাঁচ আগস্টের বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ ।

তিনি বলেন , আওয়ামী লীগ গণতন্ত্র ও গণ হত্যাকারী , তারা ফ্যসিস্ট ,গণবিরোধী ও গণশত্রু । তাদেরকে নিয়ে গণতন্ত্র পূণরুদ্ধার প্রশ্নই ওঠে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র পূণরুদ্ধারের প্রক্রিয়ায় আছে, ইনশাআল্লাহ সফল হবে। গণতন্ত্র ও গণহত্যাকারীদের অবশ্যই বিচার হতে হবে।ছাত্র গণ বিপ্লবে হাসান মাহমুদরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণহত্যা ও অপকর্মের জন্য পলায়নকারীদের নূন্যতম অনুসূচনাবোধ নাই। তারা কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে , সাধু সাজার চেস্টা করছে ।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই,মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক আশরাফুল ইসলাম,রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল,জাসাস জেলা উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুন্নাসহ প্রমূখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version