দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়ন শাখার উদ্যোগে সোহাগী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোহাগী ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমীর মুহাম্মদ এরশাদুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাহফুজুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ডাঃ জয়নাল আবেদিন মন্ডল, কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সম্পাদক

অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর কবির, কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম।

কর্মী সম্মেলনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ সুমন, সরিষা ইউনিয়ন আমীর আমিনুল হক খাঁন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য সোহাগী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মুহাম্মদ মুসা মিয়া, শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আসাদুল হক খাঁন কাজল, আঠারবাড়ি ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম, সেক্রেটারি আশিকুর রহমান আখেরিন, সরিষা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম, জাটিয়া ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ আল মামুন, ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু নাঈম ফকির, সাবেক সভাপতি যথাক্রমে আবুল ওয়াহাব আকন্দ ফরিদ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ উমর ফারুক, নুরুল আমীন তালহা, জামায়াত নেতা মোঃ শাহজাহান, ইদ্রিস আলী, মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ সারোয়ার জাহান, ব্যবসায়ী নেতা মুহাম্মদ হাসান, যুবনেতা মাজহারুল ইসলাম সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ

কর্মী সম্মেলনে নেতৃবৃন্দগণ বলেন, সকলেই বৈষম্য বিরোধী গণ আন্দোলনে নিহত সকল বীরদের শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মানের শপথ নিতে বাংলাদেশের সকল মানুষকে ইসলামী ও উদার গনতান্ত্রিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

নেতৃবৃন্দগণ নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন শেখা, বোঝা ও আমল করার ওপর গুরুত্বারোপ করবেন, জামায়াতের কর্মী মানে সমাজ কর্মী হতে হবে। সংগঠনের মৌলিক কাজগুলো নিয়মিত করেবেন, বিশেষ করে গ্রুপ ভিত্তিক দাওয়াতী কাজের নিশ্চিত করতে হবে। নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজ নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা ও আহতদের পাশে থাকা এবং বর্তমান পানিবন্দী জনগণের জন্য দোয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।

টিএমবি/হলি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version