দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মনিরুজ্জামান খান গাইবান্ধা,

গাইবান্ধা সদর উপজেলায় ১শতক সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে মারপিট। কথা বলায় মাকে মাথায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা! এমনই এক বিদারক ঘটনা ঘটেছে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে।

থানার অভিযোগ সূত্রে জানা যায় বসতবাড়ির জায়গা নিয়ে ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের মনোমালিন্য চলে আসছে।

এরই ধারাবাহিককতায় গত ২৩ আগষ্ট শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও আপন ছোট ভাই কালু মিয়া (৩০) মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কালু মিয়া ঘর থেকে লাঠি এনে তার বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি আঘাত করে। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে,তার মা আশেপাশের মানুষ এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে এতে বেশকজন ইনজুরি হয়।

জমি বিষয়ে বৃদ্ধা মা কথা বলায়,তার সামনে থাকা ছুরি দিয়ে মাথায় ছুরিকাঘাত করে তার ছোট ছেলে কালু মিয়া,ও সাথে সহযোগীতা করেন তার স্ত্রী।

এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে পাষণ্ড ছেলে। বড় ছেলের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা আসতে থাকলে ছোট ছেলে কালু মিয়া ও তার স্ত্রী পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগম( ৮০) কে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। (২৮ আগষ্ট) হাসপাতালে গিয়ে দেখা যায়,হাসপাতালের বেডে বৃদ্ধা আয়েশা বেগম মাথার যন্ত্রণায় ছটফট করছে। তিনি ছেলে ও ছেলের বউয়ের বিচার চান প্রশাসনের কাছে ।

এ ঘটনায় বৃদ্ধা আয়েশা বেগমের বড় ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই দিনেই গাইবান্ধা সদর থানায় ২৩/৮/২৪ তারিখে একটি এজাহার দায়ের করেন।

বিবাদী কালু মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম বলেন এ ধরনের অভিযোগ পেয়েছি।শুনেছি জমি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা মিমাংসা করবে। তদন্ত চলমান,যদি মিমাংসা না হয় তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version