মঙ্গলবার, জুন ১১, ২০২৪

নওগাঁয় ২০ লাখ টাকার গাঁজাসহ আটক ২

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থেকে ২০ লাখ টাকার গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৯ জুন) দুপুরে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মোঃ সুমন বাপ্পি (৩৫) , ব্রাহ্মণবাড়িয়া জেলার খাইরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে এবং মোঃ টুয়েল মন্ডল (৫৫)।নওগাঁ জেলার নিয়ামতপুরে উপজেলার সন্তোষপাড়ার গ্রামের নাজির উদ্দিন মন্ডল এর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান প্রেস ব্রিফিংএ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ নিয়ামতপুরের সান্তোষপাড়া গ্রামের মোকলেছার এর পুকুর পার থেকে ১০১কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যানসহ মোঃ সুমন বাপ্পি এবং মোঃ টুয়েল মন্ডল (৫৫)কে আটক করা হয় । এসময় সেখানে থেকে আরো ৮-১০ জন ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধারকৃত ১০১ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ২০ হাজার টাকা বলে জানানো হয়। প্রেস ব্রিফিং ইন্সপেক্টর (ওসি) হাশমত আলী উপস্থিত ছিলেন।
আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security