দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।

বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ উপজেলায় ৭ জন চেয়ারম্যান পদে,৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট। সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সদস্য কামাল পাশা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন  ১ হাজার ১৬৫ ভোট। যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট। কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট।

মোট ৬১টি কেন্দ্রের ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version