দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রমের শেষ প্রস্তুতি চলছে। মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। উপজেলা পরিষদ হলরুম থেকে থেকে বিতরণ করা হচ্ছে এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি। তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন,ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান,সুষ্ঠু ও স্বতস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব,পুলিশ,নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলার ভোটাররা ভোট দেবেন ব্যালটে।

নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬১টি। আর ভোটার রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৯৬ জন, আর নারী ভোটার আছেন ৯৮ হাজার ৭৭৩ জন ও হিজড়া ভোট-১ জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version