মোঃ নাজমুল হোসেন বিজয়
তালতলী,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রতি বছরের মত এবার ও হচ্ছে তরমুজ চাষ কিন্তু প্রতি বছরের তুলনায় এবার তরমুজ চাষের জমি অনেকটা কম কিন্তু প্রতি বছরের তুলনায়া এ বছর ফলন অনেকটা ভালো এমন পরিস্থিতিতে আকাশ মেঘাচ্ছন্ন দেখে তরমুজ চাষীদের মনে আতঙ্কে বিরাজ করছে যে কখন বৃষ্টি নেমে পড়ে আর বৃষ্টি নামলে তাদের সকল কষ্ট বিলিন হয়ে যাবে আর এত সুন্দর ফসল কোন কাজেই আসবেনা কারণ তরমুজ যতই ভালো ফলন হোক না কেন বৃষ্টির পানি সহ্য করতে পারে না বৃষ্টি আসলে তারা তাদের এই ভালো ফলন ধরে রাখতে পারবে না বৃষ্টি আসার সাথে সাথেই তাদের গাছ পচার সম্ভবনা থাকে এবং তাদের তরমুজ গ্রেট না হওয়া পর্যন্ত তারা বিক্রি করে ও তেমন লাভবান হতে পারবেনা তাই তারা আকাশ মেঘাচ্ছন্ন দেখি খুবই চিন্তিত।

Share.
Leave A Reply

Exit mobile version