Home জাতীয় পাথরঘাটায় ২ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

পাথরঘাটায় ২ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মাহমুদুর রহমান রনি (বরগুনা) :-

বরগুনা পাথরঘাটার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।

অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চ ঘাট, নিশানবাড়িয়া ঘাট, নীলিমা পয়েন্ট, সুনবুনিয়া, কালমেঘা, কাকচিড়া ফেরিঘাট ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৫ লাখ ৯০ হাজার মিটার ব্যবহারকৃত অবৈধ কারেন্ট জল জব্দ করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়। ঘটনা স্থান থেকে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড ।

কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, পাথরঘাটা উপজেলা মেরিন ফিশারী অফিসারের সাথে সমন্বয় করে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ধ্বংসে ভবিষ্যতে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security