Home বিনোদন মুক্তির আগেই ‘ডাঙ্কি’কে ছাপিয়ে গেল ‘সালার’!

মুক্তির আগেই ‘ডাঙ্কি’কে ছাপিয়ে গেল ‘সালার’!

‘ডাঙ্কি’ শাহরুখের এই বছরের তিন নম্বর ছবি। শাহরুখ অনুরাগীরা ছিলেন অভিনেতার হ্যাটট্রিকের অপেক্ষায়। বছরটা শুরু করেছিল ‘পাঠান’-এর মাধ্যমে, মাঝামাঝি সময় মুক্তি পায় ‘জওয়ান’। বছর শেষে ‘ডাঙ্কি’। প্রথম দুটি ছবি বক্স অফিসে নজির গড়েছিল। আশা ছিল, ‘ডাঙ্কি’ও সেই পথেই হাঁটবে।

অন্যদিকে এ সিনেমার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে প্রভাসের ‘সালার’-এর সঙ্গে। ২১ তারিখ ‘ডাঙ্কি’ মুক্তি পেয়েছে। একদিন বাদে অর্থাৎ শুক্রবার ২২ তারিখ মুক্তি পেল ‘সালার’। কিন্তু মুক্তির আগেই প্রভাসের ছবি এগিয়ে রইল ‘ডাঙ্কি’-র তুলনায়।

চলতি বছরে ব্যবসার নিরিখে প্রথম স্থানে ‘জওয়ান’, ‘পাঠান’, দ্বিতীয় স্থানে ‘অ্যানিমেল’। তার পর যথাক্রমে ‘টাইগার ৩’, জওয়ান, ‘গদর ২’, ‘আদিপুরুষ’।

অন্যদিকে প্রথম দিনের ব্যবসার নিরিখে রয়েছে ‘জওয়ান’, আয় করেছে ৬৫ কোটি। ‘অ্যানিমেল’ দ্বিতীয় স্থানে, সেই ছবি ৬০ কোটি আয় করে প্রথম দিনে। তৃতীয় স্থানে ‘পাঠান’ আয় করেছে ৫৭ কোটি। সে সবের চেয়ে কিন্তু ‘ডাঙ্কি’ অনেকটাই পিছিয়ে। প্রথম দিনে আয় করেছে ৩০ কোটি।

আরও পড়ুন: মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

অন্যদিকে অগ্রিম বুকিংয়ের দিকে ‘সালার’ আয় করেছে প্রায় ৪৮ কোটি টাকারও বেশি। স্বাভাবিকভাবেই শাহরুখের সিনেমার তুলনায় মুক্তির আগে থেকেই ‘সালার’ এগিয়ে ছিল ১৯ কোটি।

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security